শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০

এক হাজার ডলার ছাড়িয়ে গুগলের শেয়ার মূল্য

এক হাজার ডলার ছাড়িয়ে গুগলের শেয়ার মূল্য

প্রযুক্তি আকাশ ডেস্ক: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়ে বেশি মুনাফার খবর প্রকাশের পর প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের শেয়ার দর প্রথমবারের মত এক হাজার ডলার ছাড়িয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের দিনের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেড়ে এক হাজার ১১ ডলারে লেনদেন শেষ হয়। যা ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গুগল। সে সময় এর শেয়ারের দর ছিল ৮৫ ডলার।

এর আগে বৃহস্পতিবার গুগল জানায়, তৃতীয় প্রান্তিকে মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। আর্থিক হিসেবে এর পরিমাণ ২৯৭ কোটি ডলার। গুগলের মুনাফা বৃদ্ধির এই হার ধারণার চেয়ে ১২ শতাংশ বেশি।

গুগল প্রধান লেরি পেজ বিশেষজ্ঞদের এক সম্মেলনে বলেন, আমরা আপনার ডিভাইসকে একটি সহজ, সাধারণ ও অভিজ্ঞতা সমৃদ্ধ প্রযুক্তি উপহার দেওয়ার লক্ষে প্রায় পৌঁছে গেছি।
এদিকে গুগলের এই প্রতিবেদন প্রকাশের পর পুঁজিবাজারে অর্ন্তভুক্ত অন্যান অনলাইন কোম্পানিগুলোর শেয়ার দর বাড়তে দেখা গেছে। এর ফলে ফেসবুকের শেয়ার দর ৪.৪ শতাংশ বেড়ে ৫৫ ডলারের উপরে উঠে আসে। এছাড়া অ্যামাজনের শেয়ার দর বেড়েছে ৩.৪ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025