রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮

ভারত- চীন সীমান্ত চুক্তি স্বাক্ষর

ভারত- চীন সীমান্ত চুক্তি স্বাক্ষর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বহুল কাঙ্খিত সীমান্ত সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও চীন। দুই দেশের সীমান্তে সহযোগিতা বাড়াতে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চীন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। মনমোহন সিংয়ের চীন সফরের প্রাক্কালেই গত সপ্তাহে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি এই চুক্তির খসড়া অনুমোদন করেছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ক্ষেত্রে মৌলিক ভিত্তি।

স্বাক্ষর শেষে দুই রাষ্ট্রপ্রধান পারস্পারিক আস্থা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তবে দুই দেশের মধ্যে  ভিসা ব্যবস্থা সচল করার ব্যাপারে কোন চুক্তি হয়নি। সর্বমোট নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দুদেশ বাণিজ্যিক ঘাটতি কমানোর বিষয়েও মতৈক্যে পৌছায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025