দুই মাস আগে পূর্ব উত্তর প্রদেশের গাজিপুরের নিজ গ্রাম থেকে বিয়ের উদ্দেশে ছেলেবন্ধুর সঙ্গে পালিয়ে মুম্বাই চলে আসে কিশোরীটি। পুলিশ জানিয়েছে, বন্ধুর সঙ্গে মুম্বাইয়ের যে বাসায় কিশোরীটি বসবাস করছিল সেখানে এক বন্ধুসহ তার বাবা এসে উপস্থিত হয়। বুঝিয়ে-শুনিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় তার বাবা জোর করে কন্যাটিকে কাছের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে বন্ধুসহ নিজ কন্যাকে ধর্ষণ করে পাষণ্ড পিতা। আর এ ঘটনার পরপরই মেয়েটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের উপ-পরিদর্শক বিলাস মাতি বলেছেন, “তারা জঙ্গলে নিয়ে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। কিন্তু মেয়েটি বেঁচে যায়। এরই এক পর্যায়ে মেয়েটি নিজের ওড়না ছিঁড়ে গলায় জড়িয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় জড়িতদের কারো নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।