শীর্ষবিন্দু নিউজ: দুইদিন অবরুদ্ধ থাকার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির ওয়াসার পানির সংযোগ বন্ধ করে দিয়েছে ঢাকা ওয়াসা।শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পানির লাইনের সংযোগ বিছিন্ন করা হয় বলে ঢাকা ওয়াসার একটি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রাতে শীর্ষ পর্যায়ে দুই নেতা আটকের পর আজ সিনিয়র কোনো নেতাকে কার্যালয়ে দেখা যায়নি। বিএনপি একটি সূত্র জানিয়েছে গ্রেফতার এড়াতে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।