শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুক্রবার এ যাবৎকালের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া ফিলিপাইনের মধ্যাঞ্চলকে পুরোপুরি বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন দেশটির রেড ক্রসের প্রধান। ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনের এক ট্যাকলোবান শহরেই ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, অন্যান্য স্থানে নিহত হয়েছে আরো কয়েকশ মানুষ। হাইয়ানের আঘাতে লেইটি ও সামার প্রদেশের ঘরবাড়ি, স্কুল ও বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে, জানিয়েছে বিবিসি অনলাইন।
ফিলিপাইন রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন বিবিসিকে বলেছেন, হতাহতের সংখ্যা প্রচুর। সব জায়গায় নিহত মানুষের মৃতদেহ ছড়িয়ে আছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়েছে। তাবে প্রচুর ত্রাণ সরবরাহ আসায় পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করছি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রাস্তা পরিষ্কার করে ত্রাণকর্মীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একটি ক্রান্তীয় নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলা হয়েছে। এতে দুর্গত এলাকায় ফের প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এসব এলাকার অধিকাংশই এখন খাদ্যহীন, আশ্রয়হীন ও বিশুদ্ধ পানির অভাবে মারাত্মক মানবিক সঙ্কটের মুখে আছে। দুর্গত এলাকার জন্য প্রচুর আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পাওয়া গেছে। কিন্তু ঝড়ের পর থেকে দুর্গত এলাকার বেশ কয়েকটি শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকারীরা ও ত্রাণ কর্মীরা সেখানে পৌঁছতেই পারছেন না।
এদিকে ফিলিপাইন পার হয়ে হাইয়ান ভিয়েতনাম ও চীন সীমান্তের দিকে এগিয়ে যাওয়ার পথে দুর্বল হয়ে একটি শক্তিশালী ক্রান্তীয় ঝড়ের রূপ নিয়েছে। ফিলিপাইনের ৪০ লাখ মানুষ ঘূর্ণিঝড়টির কারণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।