শীর্ষবিন্দু নিউজ: দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে সীমান্ত ও একতা এক্সপ্রেসের মুখোমুখী সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ এসে সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। দুর্ঘটনার পর সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে তিন নম্বর লাইনটি খুলে দেয়ার পর ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ী রেল স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানো ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস লাইন ক্লিয়ার পেয়ে ভোর পৌনে ৪টার দিকে ওই লাইনে ঢুকে পড়ে। ফলে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সীমান্ত এক্সপ্রেসের একটি এবং একতার তিনটি বগি লাইন থেকে উল্টে যায়।এতে যাত্রীরা ছিটকে পড়ে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে এবং চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিম রেলের প্রধান নির্বাহী হাসান মনসুর জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অবশ্য পয়েন্টসম্যান ভুল সিগন্যাল দেয়ার কারণেই দুই ট্রেন একই লাইনে ঢুকে পড়ে বলে প্রাথমকিভাবে ধারণা করছেন রেল কর্মকর্তারা। দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার অব্দুল হামিদ ও পয়েন্টসম্যান ইউনুস পলাতক রয়েছে।