শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তার জন্য ৩০ কোটি ১০ লাখ ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। ফিলিপাইনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন এরই মধ্যে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশটিতে গত শুক্রবার এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ এ ঘূর্ণিঝড়ে অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কারো কারো ধারণা, মৃতের সংখ্যা আরো বেশি। এর জন্য তহবিল সহায়তার আবেদন জানিয়ে আমোস বলেন, জাতিসংঘ ফিলিপাইন সরকারের পাশে থেকে কাজ করে যাবে। দাতারা উদার হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতিসংঘ ইতোমধ্যেই দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ২ কোটি ৫০ লাখ ডলার সাহায্য দিয়েছে।