ফুটবল ও বিনোদন বিশ্বে অন্যতম জনপ্রিয় জুটি শাকিরা-পিকে। বিয়ে না করলেও ১২ বছর ধরে তাদের প্রেমকাহিনীতে মুগ্ধ ভক্তরা। তবে এবার তাদের বিচ্ছেদের সুর বাজছে বলে গুঞ্জন উঠেছে।
অন্য এক নারীর সাথে জেরার্ড পিকেকে হাতেনাতে ধরার পর থেকে দু’জন আলাদা থাকছেন বলে খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ার পর থেকে বার্সেলোনায় নিজের ‘ব্যাচেলর প্যাড’-এ একাই থাকছেন পিকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পিরিওডিকো জানিয়েছে, বেশ কিছু প্রতিবেশী গত এক সপ্তাহে পিকেকে ওই বাসায় ঢুকতে ও বেরোতে দেখেছেন। বার্সেলোনা সতীর্থ রিকি পুজ আর অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলে বার্সেলোনার নৈশজীবনও উপভোগ করছেন তিনি।
এ ছাড়া পিকে বর্তমানে তার এক নারী বন্ধুর সঙ্গে জীবন উপভোগ করছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী পিকের বাড়িতে অনেকবার গেছেন এবং তিনি পিকের সঙ্গে বসবাস করছেন।
এদিকে শাকিরার সদ্য প্রকাশিত একটি গানেও শোনা যাচ্ছে বিচ্ছেদের সুর। ‘ফেলিসিতো’ শিরোনামের ওই গানে শাকিরা গাইছেন, ‘তোমাকে সম্পূর্ণ করতে আমি টুকরো টুকরো হয়েছি; তারা আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি কর্ণপাত করিনি। বুঝতে পেরেছিলাম তুমি মিথ্যা; আমাকে সরি বলো না। এটি আন্তরিক বলে মনে হলেও আমি তোমাকে ভালো করেই জানি এবং জানি যে তুমি মিথ্যা বলছ।’
এ থেকেই ধারণা করা হচ্ছে তাদের বিচ্ছেদের খবর স্রেফ গুজব নয়, সত্য। এছাড়াও পিকে-শাকিরার সম্পর্ক যে আগের মতো নেই সেটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ ঘাঁটলেও পরিষ্কার হয়ে ওঠে। শাকিরা নিয়মিতই পিকের সঙ্গে ছবি পোস্ট করতেন। তবে গত মার্চের পর থেকে শাকিরার কোনো পোস্টে দেখা যায়নি পিকেকে।
উল্লেখ্য, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে পরিচয়ের পর সম্পর্কে জড়ান কলম্বিয়ান পপতারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার পিকে। বিয়ে না করলেও তাদের সংসারে মিলান ও সাশা নামে দুই সন্তান রয়েছে।
Leave a Reply