শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বর্ধিত সর্বনিম্ন বেতন কাঠামো মেনে নিতে সম্মত হয়েছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প মালিকরা। এ অনুযায়ী গার্মেন্ট শ্রমিকরা মাসে সর্বনিম্ন ৬৮ ডলার বেতন পাবেন। এরপর এখনও এ বেতন বিশ্বের সবচেয়ে কম বেতন। গতকাল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে এ কথা লিখেছে।
বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ডিমান্ড হাইয়ার পে শীর্ষক প্রতিবেদনটির লেখক নোয়া রেমান। এতে বলা হয়, বর্ধিত এ বেতন মানতে রাজি নয় শ্রমিকরা। তারা গতকালও বিক্ষোভ প্রতিবাদ করে। তাদের দাবি মাসে ১০০ ডলার সর্বনিম্ন বেতন নির্ধারণ। এ দাবিতে তারা সড়ক অবরোধ করছে। ঢাকার বাইরে বেশকিছু কারখানায় তারা গামলা করেছে। তার জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
গতকালও বন্ধ ছিল প্রায় ২০০ কারখানা। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে চাপের মুখে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর কারখানা মালিকরা ওয়েজ বোর্ড প্রস্তাবিত মাসে ৬৮ ডলার বেতন মেনে নিতে রাজি হয়। এতে বলা হয়, বাংলাদেশ ২২০০ কোটি ডলারের তৈরী পোশাক রপ্তানি করে ।