সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৩৪

শ্রমিক বৈধকরণের সময় বৃদ্ধি করলো সৌদি সরকার

শ্রমিক বৈধকরণের সময় বৃদ্ধি করলো সৌদি সরকার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যে সকল প্রতিষ্টানে ইতিমধ্যেই তাদের অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে তাদের জন্য আরও একমাস সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি শ্রম মন্ত্রনালয়।

সৌদি সরকারের কঠোর অবস্থানের মুখে অনেক অবৈধ অভিবাসী বৈধ হওযার সুযোগ পেলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেকেই বৈধ হওয়ার সুযোগ পাননি বলে অভিযোগ করেন। এ পরিস্থিতিতে সৌদি সরকার বৈধকরণের কাজ শুরুকারী প্রতিষ্ঠানগুলোকে আরও একমাস সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ দিচ্ছেবলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে শ্রম মন্ত্রনালয়ের পরিদর্শন বিভাগের ডিজি ফয়সাল আল ওতাইবি জানান, যে সকল প্রতিষ্ঠান ইতিমধ্যেই বৈধকরণ প্রক্রিয়া শুরু করেছে তাদের জন্য এক মাস সময় বাড়ানো হল। এ সময়ের মধ্যে অবৈধ অভিসাসী সনাক্তকরণে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে গণমাধ্যমকে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা কিছু সুনির্দ্রিষ্ট নিয়মে তদন্ত করে থাকেন। তারা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে প্রতিষ্ঠানের মালিকের কাছে তার কর্মীদের পরিচয়পত্র এবং বেতন ভাতাদির তথ্য জানতে চান। যদি তারা বুঝতে পারেন যে, কোম্পানী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু করেছে তাহলে তাদের বৈধকরণ প্রক্রিয়ার সময় আরও একমাস বাড়িয়ে দেবার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

আল ওতাইবি আরো বলেন, যদিকোন প্রতিষ্ঠান এখনও তাদের অবৈধ কর্মীদের বৈধ করণ প্রক্রিয়া শুরু না করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহল করা হবে। তদন্তে স্বার্থে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025