শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হেলেন’ শুক্রবার বিকাল নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হেলেন এগিয়ে আসায় উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে বাংলাদেশের পক্ষ থেকে ‘হেলেন’ নামটি প্রস্তাব করা হয়েছিল।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গত মাসে ঘূর্ণিঝড় পাইলিন অন্ধ্র উপকূলের যে অংশে আঘাত হেনেছিল, তার চেয়ে সামান্য উত্তরে নেলোর ও মাচিলিপত্তম এলাকা দিয়ে উপকূল পার হতে পারে হেলেন। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা অন্ধ্র প্রদেশের বিভিন্নস্থানে ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়াবিদরা। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র ঊপকূলবর্তী নিচু এলাকাগুলো ১ থেকে দেড় মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।