রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৭

অন্ধ্রের দিকে এগিয়ে যাচ্ছে হেলেন

অন্ধ্রের দিকে এগিয়ে যাচ্ছে হেলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হেলেন’ শুক্রবার বিকাল নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হেলেন এগিয়ে আসায় উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে বাংলাদেশের পক্ষ থেকে ‘হেলেন’ নামটি প্রস্তাব করা হয়েছিল।

হেলেনের প্রভাবে সাগর উত্তাল থাকায়  কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় হেলেন কিছুটা পশ্চিম-উত্তরপশ্চিমে সরে গিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।  বৃহস্পতিবার মধ্যরাতে এটি চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ১৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মংলা থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গত মাসে  ঘূর্ণিঝড় পাইলিন অন্ধ্র উপকূলের যে অংশে আঘাত হেনেছিল, তার চেয়ে সামান্য উত্তরে নেলোর ও মাচিলিপত্তম এলাকা দিয়ে উপকূল পার হতে পারে হেলেন। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা অন্ধ্র প্রদেশের বিভিন্নস্থানে ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়াবিদরা। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র ঊপকূলবর্তী নিচু এলাকাগুলো ১ থেকে দেড় মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025