রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯

ভারতে পরিত্যক্ত ইউনাইটেড এয়ারওয়েজের বিমানের পার্কিং ফি ৪ কোটি রুপি!

ভারতে পরিত্যক্ত ইউনাইটেড এয়ারওয়েজের বিমানের পার্কিং ফি ৪ কোটি রুপি!

ভারতের ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে ৯ বছর ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটি বিমান। আর এতেই বিমানটির পার্কিং ফি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি রুপি!

জানা গেছে, ২০১৫ সালের ৭ আগস্ট ১৭৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে মাসকট যাচ্ছিল বাংলাদেশের ইউনাইটেড এয়ারওয়েজের এমডি ৮৩ বিমানটি। পথিমধ্যে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রায়পুরের বিবেকানন্দ বিমানবন্দরে এটি জরুরি অবতরণ করানো হয়।

তবে বিকল্প ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হলেও বিমানটিকে আর ফেরত নিয়ে যায়নি বাংলাদেশ। তখন থেকেই সেটি রায়পুর বিমানবন্দরে রয়ে গেছে।

রায়পুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজের এমডি ৮৩ বিমানটি দীর্ঘ ৯ বছর ধরে সেখানে রয়েছে। এ বিষয়ে গত ৯ বছরে ৯০ বারেরও বেশি চিঠি লিখেছে, ইমেল পাঠিয়ে বকেয়া পার্কিং ফি পরিশোধ করতে বলেছে।

তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সেসব চিঠির কোনও জবাব দেয়নি বা ফি-ও পরিশোধ করেনি। শেষে বিমানটিকে নিলামে তোলার পরিকল্পনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আইনি জটিলতার কারণে সেটি আর সম্ভব হয়নি। ফলে রায়পুরের বিমানবন্দরেই এখনও দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের এই বিমানটি। সেই সঙ্গে বেড়ে চলেছে পার্কিং ফি-ও।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024