সাউথপোর্টে ছুরি হামলায় তিন শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনের উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে বন্দর শহর সান্ডারল্যান্ডে পুলিশের কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এসময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আট বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
শহরে একটি মসজিদের পাশে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিয়ারের ক্যান ছুড়ে মারা হয়েছে। এছাড়া অন্য জায়গাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
এক বিবৃতিতে নর্থামব্রিয়ার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট হেলেনা ব্যারন বলেছেন, কর্মকর্তারা সহিংসতার মুখোমুখি হয়েছিলেন। বিক্ষোভের সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালান হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার সাউথপোর্টে একটি নাচের কর্মশালায় ছুরির আক্রমণে তিন শিশু নিহতের ঘটনায় ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উগ্র ইসলামি অভিবাসী বলে প্রচার করা হচ্ছে। আর এই তথ্যকে মিথ্যা দাবি করে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
Leave a Reply