রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬

দাঙ্গার কারণে নিজের ছুটি বাতিল করলেন কিয়ার স্টারমার

দাঙ্গার কারণে নিজের ছুটি বাতিল করলেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যে মুসলিম ও শরণার্থীদের মধ্যে চলমান দাঙ্গা হাঙ্গামার জেরে এবার নিজের ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শনিবার (১০ আগস্ট) ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, বর্ণবাদী দাঙ্গার বিষয়ে তার সরকারকে আরো বেশি নজর রাখতে পরিকল্পিত ছুটি বাতিল করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে ডাউনিং স্ট্রিটের সূত্র জানায়, আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি নিচ্ছেন না স্টারমার।

শুক্রবার কর্তৃপক্ষ জানায়, সহিংসতায় জড়িত থাকায় এখন পর্যন্ত ৭৪১ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩০২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী কয়েকমাস গ্রেফতার অব্যাহত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া, অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে অন্তত দুইজনকে আটক করা হয়। বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন,  সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাজা চার্লস।

গত ২৯ জুলাই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরিকাঘাতে ৩ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়। ছুরিকাঘাতে জড়িত আটক সন্দেহভাজনকে মুসলিম শরণার্থী হিসেবে অনলাইনে প্রচার করা হয়।

এরপর থেকে দেশব্যাপী শরণার্থী ও মুসলিম বিরোধী আন্দোলন বাড়তে থাকে। যদিও তাদের বিপরীতে প্রতিবাদকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। সহিংসতা প্রতিরোধে ছুটির দিনেও দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024