বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে। কোটি কোটি বাংলাদেশি ভক্তরা এই হামজার জন্যই বসে আছেন পথ চেয়ে।
কবে তিনি আসবেন, কবে তিনি মাঠে নামবেন বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে। এমন স্বপ্ন অনেক দিন ধরেই দেখে আসছেন দেশের ফুটবল ভক্তরা। কবে পূরণ হবে তাদের এই স্বপ্ন?
হামজা চৌধুরী নিজেও বাংলাদেশের হয়ে খেলতে চান। তাইতো এত আয়োজন তাকে নিয়ে। তাকে পাওয়ার জন্য বাফুফেও চেষ্টা করে যাচ্ছে অনেক দিন ধরেই।
এক মাসেরও বেশি সময় ধরে হাজমার কাগজপত্র ফিফার সঙ্গে আদান-প্রদান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার নানির বাড়ি হবিগঞ্জে। তার নানির পুরো জীবন-বৃত্তান্ত সংগ্রহ করে সেটাও ফিফার কাছ পাঠিয়েছে বাফুফে।
হামাজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছন অনেক দিন আগেই। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্লাব লেস্টার সিটির কাছ থেকেও।
এবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র মিললেই বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে আর কোনও বাধা থাকবে না তার।
এতকিছুর পরও এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে মেলেনি সবুজ সংকেত। উল্টো বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে খেলানোর বিষয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার কারণেই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আটকে আছে হামজার ফাইল। সংবাদমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।
গত বৃহস্পতিবার হামজার বিষয়ে কিছু কাগজপত্র ফিফাতে পাঠানো হয়েছে। মূলত ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলাতেই দেখা দিয়েছে জটিলতা। যদি অনূর্ধ্ব-২০ দলেও খেলত, তাতেও এত সমস্যা হতো না।
দেশের ফুটবলের পোস্টারবয় জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী। তারিক রায়হান কাজীও ফিনল্যান্ড প্রবাসী। তাদের লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রক্রিয়াটা অতটা জটিল ছিল না।
জামাল ডেনমার্কের কোনো বয়সভিত্তিক পর্যায়ে খেলেননি। আর ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের জার্সিতে খেললেও তারিককে নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
তবে হামজার ব্যাপারটি পুরোপুরি আলাদা। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছিলেন হামজা চৌধুরী।
ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন এফএ কাপও। খেলেছিলেন ইউরোপা লিগ ও পরের ধাপ কনফারেন্স লিগও।
এমন সাফল্যমণ্ডিত গড়া ক্যারিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলারের অতীতে ছিল না। তাইতো হামজার ছাড়পত্র দিতে একের পর এক ডকুমেন্টস চাচ্ছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
Leave a Reply