সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১৬

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের সাথে বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের সাথে বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ব্রিটেন ও আয়ারল্যান্ডে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ফুলের তোড়া নিয়ে স্বাগত জানান বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বাংলাদেশ সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূতের আলোচনা ও মতবিনিময় করেন।

উল্লেখ্য, রাষ্ট্রদূত পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের সভাপতি। এই সেন্টারেই ১৯৭১ সালের ২৭শে আগষ্ট বাংলাদেশের প্রথম দূতাবাস চালু করা হয়েছিল। যা বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম দূতাবাস হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল।

এই ভবন থেকেই সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি আবু সাঈদ চৌধুরী অস্থায়ী সরকারের রাষ্ট্রদূত হিসেবে স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে সমর্থন আদায়ে বিলেত সহ অধিকাংশ পশ্চিমা দেশগুলোর সহানুভূতি লাভে সক্ষম হয়েছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ সেন্টারের নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, চীফ ট্রেজারার মোহাম্মদ ফাইজুল হক, সহ-সভাপতি মোহাম্মদ ইসবা উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ ও চীফ এক্সিকিউটিজ সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রদূত হযরত আলী খান ও কনস্যুলার মিনিস্টার। চা চক্রের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024