গত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজী মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি সেন্টারে ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি এন্ড হেরিটেজ কাউন্সিল ইউকে এর উদ্যোগে সিলেট বিভাগের ৪ টি জেলা নিয়ে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন- কে এম আবু তাহের চৌধুরী ও পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- প্রভাষক মোহাম্মদ আব্দুল হাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, আমেরিকা থেকে যুক্ত হয়েছিলেন জাগো সিলেটের নেতা বাবরুল হোসেন বাবুল, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, আলহাজ্ব কবির উদ্দিন, ব্রিকল্যান্ড ট্রাস্ট এর চেয়ারম্যান শাহ মুনিম, এম এ রব, মাওলানা আব্দুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মাহবুবুর রহমান কুরেশি, খন্দকার সাইদুজ্জামান সুমন, কাউন্সিলর শাহ আলম, মতিউর রহমান খোকন, কবি আবুল হোসেন, নোমান আহমদ, ছুরুক মিয়া, আব্দুল করিম, মোহাম্মদ রফিক আলী প্রমুখ।
আলোচনা শেষে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন ঐক্য পরিষদ ইউকে এর আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কেএম আবু তাহের চৌধুরী, যুগ্ম আহবায়ক হচ্ছেন – সিরাজুল হক সিরাজ, শাহ মুনিম, কাউন্সিলর ফারুক চৌধুরী, মাওলানা আব্দুল কাদের সালেহ, ব্যারিস্টার আব্দুস শহীদ, একাউন্টেন্ট আজিজুল হক কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, নাসির আহমদ হেলাল, এম এ রব, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলার, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, জামান আহমদ সিদ্দিকী ও খান জামাল নুরুল ইসলাম।
সদস্য সচিব সলিসিটর এম ইয়াওর উদ্দিন, যুগ্ন সদস্য সচিব খন্দকার সাইদুজ্জামান সুমন, অর্থ সচিব মাহবুবুর রহমান কুরেশী, যুগ্ম অর্থ সচিব মতিউর রহমান খোকন, সদস্য প্রভাষক মোঃ আব্দুল হাই, আব্দুল করিম, কবি আবুল হোসেন, ছুরুক মিয়া, নোমান আহমদ। এছাড়াও ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছেন- ব্যারিষ্টার নাজির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম, আলহাজ্ব কবির উদ্দিন ও সাবেক কাউন্সিলার রাজন উদ্দিন জালাল। সভায় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা নিয়ে জালালাবাদ প্রদেশ ঘোষনার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানানো হয়।
Leave a Reply