আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে ব্রিটিশ-বাংলাদেশিদের লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনজীবী মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করুন। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন-এটা তাদের দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে, অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার।
তিনি আরও বলেন, এবার যদি প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করা না হয় আর কখনও হয়তো করা হবে না। কোনো রাজনৈতিক সরকার করবে না। আশ্বাসের মধ্যেই রাখা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে–আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো উপায়ে প্রবাসীরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। এবার না হলে আমাদের জীবদ্দশায় হয়তো আর হবে না। তাই সমস্বরে আওয়াজ তুলতে হবে।
সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, বিপুলসংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য পৃথিবীর সকল দেশে অবস্থানরত বাংলাদেশিরা যার যার অবস্থান থেকে আন্দোলন করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী, সাংবাদিক হাসনাত চৌধুরী, ক্বারী মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহ চেরাগ আলী, ব্যবসায়ী লিলু মিয়া, যুবনেতা কয়েছ আহমদ, সংগঠক মুহাম্মদ জিলানী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, তরুণ সংগঠক রিয়াজ আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব সাদিক আহমদ, ব্যবসায়ী শুকুর মিয়া ও রাজনীতিবিদ সাজিদুর রহমানসহ আরও অনেকে।
সভায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমত পোষণ করেন বক্তরা।
Leave a Reply