শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:০০

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম: নৈতিকতাসমৃদ্ধ সাংবাদিকরা কমিউনিটি ও জাতিকে সত্যিকারের পথ দেখতে পারেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম: নৈতিকতাসমৃদ্ধ সাংবাদিকরা কমিউনিটি ও জাতিকে সত্যিকারের পথ দেখতে পারেন

ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম ১৮ মে রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে ব্রিটেনের বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের অর্ধশতাধিক সাংবাদিক ও সংবাদকর্মীরা  অংশগ্রহণ করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী তাইসির মাহমুদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পেশাগত জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখে যাচ্ছি। সাংবাদিকরা যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন ততই নিজেদের পেশাক্ষেত্রে সমৃদ্ধ করবেন।

বক্তারা বলেন, নৈতিকতা সমৃদ্ধ সাংবাদিকগণ সমাজ, কমিউনিটি ও জাতিকে সত্যিকারের পথ দেখতে পারেন। সাংবাদিকরা যদি নিষ্ঠার সাথে তাদের দ্বায়িত্ব পালন করতে পারেন তবে সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে।

প্রেস ক্লাবের অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইনের সার্বিক ত্বত্তাবধানে ট্রেনিং প্রোগ্রামে ৯ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, ফাউন্ডার সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমেদ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী।

এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার মূলনীতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিবিসি বাংলার সাবেক প্রযোজক সিনিয়র সাংবাদিক উদয় শঙ্কর দাশ। ‘জার্নালিজম: নীতি ও মানদণ্ড’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিবিসি বাংলার সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

‘টিভি উপস্থাপনায় দক্ষতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার, কলামিস্ট ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার। “টিভি রিপোর্টিংয়ে কমিউনিটি পার্সপেক্টিভ” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও চ‍্যানেল এস-এর সাবেক চিফ মুহাম্মদ জুবায়ের।

‘কলম থেকে পিক্সেল: প্রিন্ট ও ডিজিটাল সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন’- বিষয়ে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ প্রদান করেন এনটিভি ডিজিটাল এর সম্পাদক ও হেড অব অনলাইন ফখরুদ্দিন জুয়েল। ‘সাংবাদিকতা: কমিউনিটির প্রতি দায়িত্ব’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারী ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ।

‘মিডিয়াতে অপ্রত্যাশিত আইনি চ্যালেঞ্জগুলি কীভাবে মোকাবেলা করবেন’ শীর্ষক বিষয়ে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মিডিয়া এবং ইনফরমেশন ল’ বিশেষজ্ঞ শীর্ষস্থানীয় সলিসিটর এক্সেল ল্যান্ডিন।

অনলাইন চ্যানেল প্রতিষ্ঠা ও পরিচালনা: সোশ্যাল মিডিয়ার নীতি এবং মানদন্ড’-বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন যুক্তরাজ্যে প্রথম অনলাইন টিভি চ্যানেল এলবি টুয়েন্টিফোর এর ফাউন্ডার শাহ ইউসুফ। ‘মোবাইল সাংবাদিকতা: মানসম্পন্ন সংবাদ তৈরির কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন রানার টিভির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইউরোপ প্রধান আ স ম মাসুম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025