সুমন আহমেদ: যুক্তরাজ্যে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গ্লাসগোর একটি ব্যস্ত পাবের উপর আছড়ে পড়েছে। শুক্রবার রাত ১০টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। এতে ১ জন মারা গেছেন। আহত হয়েছে ৩২জন। প্রায় ১২০ জন লোক এসময় পাবের ভেতর ছিলেন বলে জানা যায়।
দমকল বাহিনীর সদস্যরা আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। স্কটল্যান্ডের ফাস্ট মিনিষ্টার আলেক্স সালমন্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিবিসির দেয়া তথ্য মতে, শুক্রবার রাতে গ্লাসগো শহরের ক্লাইড নদীর তীরের অবস্থিত ক্লোথা নামক একটি পানশালা উপর ২ পুলিশসহ ৩ জন আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ ধারণা করছে বিধ্বস্ত পাবটির নিচে বহু মানুষ আটকা পড়ে আছে। পুলিশ জানায়, ঐ সময় শতাধিকের উপরে মানুষ ছিল ভেতরে ছিল।