শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপের মধ্যে অনেক বড় বড় আটটি ব্যাংককে জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। বুধবার থেকে ইউরোপ জুড়ে এটাই চলছে হটটক এর আলাপ। অবৈধ ভাবে রেট রিগিং করার কারনে ওই সব ব্যাংকগুলোকে সর্বমোট ১.৭ বিলিয়ন ইউরো কিংবা ১.৪ বিলিয়ন ব্রিটিশ পাউন্ডের খেসারত দিতে হচ্ছে।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থার এক খবরে বলা হয়েছে, আটটি ব্যাংকের মধ্যে ব্রিটেনের আরবিএস ব্যাংকও রয়েছে। রেট রিগিং করার দায়ে এ সব ব্যাংকগুলোকে ইউরোপীয় কমিশন অর্থ দন্ড দিয়েছে বলে খবরে বলা হয়েছে। জরিমানা প্রাপ্ত ৮টি ব্যাংকের মধ্যে বার্কলেজ এবং ইউবিএস তাদের কৃতকর্মের জন্য ইউরোপীয় কমিশনের কাছে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না ক্ষমা চেয়েছে। একই সঙ্গে জরিমানা মাফ করে দেয়ারও আবেদন করেছে ব্রিটেনের এই দুটি বাঘা ব্যাংক।
ইউরোপীয় কমিশন বলেছে, এটা খুবই দু:খজনক মানুষ যে সব ব্যাংকের কাছে নৈতিক সেবা প্রত্যাশা করে তারা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। অথচ বেশ কিছু শীর্ষ স্থানীয় ব্যাংক রেট রিগিং করে বাড়তি মুনাফা করেছে। যার বিরুপ প্রভাব পড়েছে আন্ত ব্যাংক রেটের ওপর।