প্রযুক্তি আকাশ: বিশ্বে প্রতিনিয়ই প্রযুক্তিকেন্দ্রিক ভাইরাস ছড়াচ্ছে। শুধু ছড়ানো নয়, তা আশঙ্কাজনক হয়ে উঠছে। দেশের অ্যান্টিভাইরাস অঙ্গনে তাই অ্যাভিরা নতুন নিরাপত্তার কথা বলছে। বিপণণ সূত্র স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য দিয়েছে।
এবারের অ্যান্টিভাইরাসের সঙ্গে নতুন অফারের ঘোষণা এসেছে। তাই এ শীতে একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনলেই ক্রেতারা ডিলাক্স ওয়্যারলেস মাউস এবং একটি কফি মগ উপহার পাবেন।
প্রসঙ্গত, কোনো ক্রেতা মাউস এবং মগের পরিবর্তে উপহার হিসেবে একটি ৮ গিগাবাইট টুইনমস পেনড্রাইভ গ্রহণ করতে পারবেন। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণিতে এ অ্যান্টিভাইরাস পাওয়া যাবে।