সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১৮

সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা অব্যাহত

সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা অব্যাহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতিও হয়েছে। প্যারিসে সোমবার এ নিয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বৈঠকে জাতিসংঘ ও আরব লীগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমিও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কেরি বলেন, আমরা যুদ্ধবিরতিতে উৎসাহিত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। প্রথম দিকে আলেপ্পো এলাকাকে যুদ্ধবিরতি আওতায় আনা হতে পারেও বলে জানান তিনি। কেরির সঙ্গে আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন সার্গেই ল্যাভরভ।

তবে  তিনি চলতি মাসের শেষের দিকে জেনেভা-২ আলোচনায় ইরানকে যুক্ত করার বিষয়টি ওপর আরও একবার গুরুত্ব দেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কেরির মত হচ্ছে, ইরানকে আলোচনায় ‘স্বাগতম’ যদি সে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025