মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১০

নতুন নির্বাচনের পক্ষে ৭২ ভাগ মানুষ: ৫৭ ভাগ চান যতদ্রুত সম্ভব

নতুন নির্বাচনের পক্ষে ৭২ ভাগ মানুষ: ৫৭ ভাগ চান যতদ্রুত সম্ভব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন ৭২ ভাগ মানুষ। যত দ্রুত সম্ভব এ নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন ৫৭ ভাগ মানুষ। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। পত্রিকাটির উদ্যেগে এ জনমত জরিপ পরিচালনা করে আইআরসি। গত ১৪, ১৫, ১৬ জানুয়ারি এবং ৪,৫ এবং ৬ই ফেব্রুয়ারি এ জরিপ পরিচালিত হয়।

জরিপের ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির জনসমর্থন প্রায় কাছাকাছি। এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন এ প্রশ্নের জবাবে ৩৫ দশমিক ৬ ভাগ উত্তরদাতা বলেছেন, তারা আওয়ামী লীগকে ভোট দিবেন। অন্যদিকে, ৩৪ দশমিক ৮ ভাগ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে ভোট দিবেন। তবে ১৪ দশমিক ৫ ভাগ উত্তরদাতা বলেছেন তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবেন। যখন ৮ দশমিক ৯ ভাগ উত্তরদাতা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে চাননি।  ৪১ শতাংশ উত্তরদাতা ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন।

তবে ৪২ ভাগ উত্তরদাতা বলেছেন, তারা এ নির্বাচন নিয়ে সন্তুষ্ট। জরিপে অংশ নেয়া ৪৯ ভাগ মানুষ মনে করেন হরতাল, অবরোধ, সহিংসতা দ্রুত বন্ধ হওয়া উচিত।  প্রাপ্ত বয়স্ক ৬০০ নারী এবং পুরুষদের ওপর টেলিফোনে এ জরিপ পরিচালিত হয়। এতে দেখা যায়, ৬৩ দশমিক ২ ভাগ উত্তরদাতা মনে করেন নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারই সর্বোত্তম ব্যবস্থা। ৫৬ দশমিক ১ ভাগ মানুষ মনে করেন সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন সম্ভব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025