ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে নিয়েছে লেস্টারশায়ার। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া ইংল্যান্ডের লিস্টারশায়ারে খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সে সাকিবের সতীর্থ জশুয়া কব। সম্প্রতি ওয়ানডে অলরাউন্ডারদের প্রতিযোগিতায় শীর্ষস্থান পুনরুদ্ধার করা সাকিব টেস্টে দ্বিতীয় ও টি-টোয়েন্টিতে সপ্তম স্থানে রয়েছেন।
লেস্টারশায়ার কোচ ফিল হুইটিকেস বলেন, এই সময়ের বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটারকে দলে পেয়ে আমরা সন্তুষ্ট। সাকিবের রেকর্ড অসাধারণ। তার সহায়তায় সাফল্য পেতে সাগ্রহে অপেক্ষা করছি আমি।
প্রধান নির্বাহী মাইক সিডল বলেন, সাকিবের মত অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারকে দলে নিতে পেরে আমি ভীষণ খুশি। তার টি-টোয়েন্টি রেকর্ড অসাধারণ। জো বার্নের সঙ্গে তাকে দেখতে আমি সাগ্রহে অপেক্ষা করছি।
Leave a Reply