শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আগামী বৃহস্পতিবারের মধ্যে ক্রিমিয়ার উত্তেজনা প্রশমিত না করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সঙ্গে ভিসা উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনা স্থগিত করবে। এ ছাড়া রাশিয়ার সোচিতে অনুষ্ঠিতব্য জি-৮ আলোচনাও বয়কট করার হুমকি দিয়েছে ইইউ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তারা অবরোধ ঘোষণা করতে যাচ্ছে।
ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রোমপাই সোমবার বিকেলে ইইউয়ের পররাষ্ট্র মন্ত্রীদের এক জরুরি বৈঠক ডাকেন। সেখানেই এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরে ফেঁবিয়া বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে ব্যারাকে ফিরিয়ে না নিলে সেদিনই ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সৈন্য না প্রত্যাহার করলে রাশিয়ার বিরুদ্ধে ইইউ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।