বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:১৭

ট্রাভেল কোটার আওতা বাড়ালো কেন্দ্রিয় ব্যাংক

ট্রাভেল কোটার আওতা বাড়ালো কেন্দ্রিয় ব্যাংক

শীর্ষবিন্দু নিউজ: এখন থেকে ট্র্যাভেল কোটার সুবিধায় বিদেশ ভ্রমণ করতে পারবেন আমদানিকারক, রপ্তানিকারক এবং উৎপাদনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। তারা প্রতি ভ্রমণে ৪ হাজার ডলার ব্যবহার করতে পারবেন। আর এক বছরে পাবেন ১০ হাজার ডলার। এর বাইরে তারা রিটেনশন কোটাও প্রাপ্ত হবেন।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে ব্যবসায়ীদের জন্য এই সুযোগ দিয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশি কোনো কোম্পানিতে কর্মরত উচ্চ পর্যায়ের দুজন বিদেশি নাগরিকও এ সুবিধা ভোগ করতে পারবেন। তবে তাদের ভিসা ও কাজের অনুমতি থাকতে হবে। তবে এর বাইরে অর্থ নেওয়ার দরকার হলে বাংলাদেশ ব্যাংক কেস টু কেস বিবেচনা করবে বলেও নির্দেশনায় বলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025