শীর্ষবিন্দু নিউজ: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৬৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চীন যাচ্ছেন। শুক্রবার চীনের কুনমিং এর উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেছেন।
প্রতিনিধি দলটি ইউনান চেম্বার অব কমার্স পরিদর্শন ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বৈঠকে মিলিত হবে। সেখানে আঞ্চলিক সহযোগিতা ও উদ্যোক্তার বিষয়সহ চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
চায়না কাউন্সিল ফর দি প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) আমন্ত্রণে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন এসব ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআইয়ের সভাপতি আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত একটি সেশনে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি চীন-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন।