শীর্ষবিন্দু নিউজ: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ৩০০ যাত্রী নিয়ে একটি ট্রলার বিকল হয়ে পড়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে থাকা নরসিংদীর বীরপুর এলাকার মিঠুন নামের এক ব্যক্তি এ ব্যাপারে ফোন করে সহায়তা চেয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, ভাই, আমরা ৩০০ মানুষ সাগরে ভাসতেছি। আমাদের বাঁচান, ভাই।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কাজী হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরাও জেনেছি। বিকল হওয়া ট্রলার থেকে একজন ফোনে বিষয়টি জানালে আমরা সেন্টমার্টিন থেকে কোস্টগার্ড সদস্যদের পাঠিয়ে দিয়েছি। তিনটি উদ্ধারকারী ট্রলার নিয়ে টেকনাফ থেকেও রওনা দেওয়া হচ্ছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—ঠিক কোন জায়গায় ট্রলারটি বিকল হয়েছে। ট্রলারটির কাছাকাছি গেলে সব বোঝা যাবে।