সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১৭

ইসরায়েলের হুমকি পেয়ে পালাচ্ছে গাজার বাসিন্দারা

ইসরায়েলের হুমকি পেয়ে পালাচ্ছে গাজার বাসিন্দারা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গাজার রকেট উৎক্ষেপণস্থলগুলোতে ইসরায়েলের নতুন করে হামলার হুমকির মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে এলাকার হাজার হাজার বাসিন্দা। ইতোমধ্যে গাজায় ছয়দিনের টানা বিমান হামলায় অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হতাহতদের তিন-চতুর্থাংশই বেসামরিক মানুষ বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিমান হামলার পাশাপাশি হামাসের সম্ভাব্য রকেট উৎক্ষেপণ কেন্দ্রেগুলো ধ্বংস করতে তারা অভিযান শুরু করবে। সে কারণে গাজার কয়েকটি এলাকার বাসিন্দাদেরকে আত্মরক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।শনিবার রাতে বিমান থেকে ছোড়া ইসরায়েলের একটি প্রচারপত্রে গাজার বাইত লাহিয়া ও পাশের তিনটি বসতির লোকজনকে রোববার দুপুর ১২টার মধ্যে বাসস্থান ত্যাগ করতে বলা হয়। এতে আরো বলা হয়, কেউ এ আদেশ না মানলে এতে তার নিজের এবং পরিবারের জীবন বিপন্ন হবে, সাবধান! তবে গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বেতার বার্তায় ইসরায়েলের হুমকি নাকচ করে দিয়ে বাসিন্দাদেরকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধভীতি সৃষ্টির জন্য বলে দাবি করে মন্ত্রণালয়।

বাইত লাহিয়া এলাকায় ৭০ হাজার মানুষের বাস। ওই নির্দেশের পর কমপক্ষে চার হাজার বাসিন্দা জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। অনেকে নিজেদের যানবাহন যোগে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এত বিশাল একটি এলাকার ফিলিস্তিনিদেরকে ইসরায়েল এই প্রথম বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025