ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিমান হামলার পাশাপাশি হামাসের সম্ভাব্য রকেট উৎক্ষেপণ কেন্দ্রেগুলো ধ্বংস করতে তারা অভিযান শুরু করবে। সে কারণে গাজার কয়েকটি এলাকার বাসিন্দাদেরকে আত্মরক্ষার্থে ঘরবাড়ি ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।শনিবার রাতে বিমান থেকে ছোড়া ইসরায়েলের একটি প্রচারপত্রে গাজার বাইত লাহিয়া ও পাশের তিনটি বসতির লোকজনকে রোববার দুপুর ১২টার মধ্যে বাসস্থান ত্যাগ করতে বলা হয়। এতে আরো বলা হয়, কেউ এ আদেশ না মানলে এতে তার নিজের এবং পরিবারের জীবন বিপন্ন হবে, সাবধান! তবে গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বেতার বার্তায় ইসরায়েলের হুমকি নাকচ করে দিয়ে বাসিন্দাদেরকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধভীতি সৃষ্টির জন্য বলে দাবি করে মন্ত্রণালয়।
বাইত লাহিয়া এলাকায় ৭০ হাজার মানুষের বাস। ওই নির্দেশের পর কমপক্ষে চার হাজার বাসিন্দা জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। অনেকে নিজেদের যানবাহন যোগে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এত বিশাল একটি এলাকার ফিলিস্তিনিদেরকে ইসরায়েল এই প্রথম বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিল।