গ্যালারী থেকে ডেস্ক: আবারো সংবাদ মাধ্যমের আলোচনায় চলে এলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। এবার তিনি আর্জেন্টাইন এক সাংবাদিককে চড় মেরে আলোচনায় এসেছেন। যিনি ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এক সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কেন আপনারা আমার স্ত্রী’র সামনে বিশৃঙ্খলা করছেন। এর পরই তিনি গাড়ি থেকে নেমে এসে ওই সাংবাদিককে চড় মারেন।
গত শনিবার ৫৩ বছর বয়সী ম্যারাডোনা স্ত্রী ভেরোনিকা ওজেদা এবং তার পুত্র দিয়াগো ফারনান্দোকে নিয়ে থিয়েটারে গিয়েছিলেন। থিয়েটার থেকে বের হয়ে এ দম্পতি সাংবাদিকদের সামনে পড়েন। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করায় ফুটবল জাদুকর বিরক্ত হচ্ছিলেন। তার উপর একজন সাংবাদিক ম্যারাডোনার স্ত্রীকে উদ্দেশ্য করে নোংরা অঙ্গভঙ্গি করেন।