প্রযুক্তি আকাশ ডেস্ক: বাংলা লেখা ইন্টারনেটে ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই সব সময় ইউনিকোড ফন্টে লিখতে হবে। সরাসরি বিজয় (ANSCI) লেখা ব্যবহার করা যাবে না। তাই অনেক সময় বিজয় (ANSCI)-এ লেখা ডকুমেন্টকে ইউনিকোডে রুপান্তর করার প্রয়োজন হয়। এ কাজের জন্য উইন্ডোজের একটি সফটওয়্যার হচ্ছে “নিকস কনভার্টার”। সফটওয়্যারটি তৈরি করেছে নির্বাচন কমিশন। নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন:
☞ NikoshTTF ইউনিকোড ফন্ট ডাউনলোড করুন