বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১

বোকো হারামের ২০০ জঙ্গি নিহত

বোকো হারামের ২০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্যামেরুন ও চাদের যৌথ সেনা অভিযানে কট্টরপন্থী সংগঠন বোকো হারামের কমপক্ষে ২০০ জঙ্গি নিহত হয়েছে। পাল্টা-হামলায় ক্যামেরুনের ৩ ও চাদের ১৪ সেনা নিহত হয়েছেন। গতকাল সকালে দেশ দুটির প্রায় ৭ হাজার সেনা সদস্য ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ক্যামেরুনের সর্ব-উত্তরে অবস্থিত ফোটোকল শহরতলিতে হামলা চালায়। এ শহতলিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেনাবাহিনী। ৩০টি সাঁজোয়া ট্রাক ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

এদিকে বোকো হারামের পাল্টা-হামলার কারণে যৌথ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এরপর পুনরায় অভিযান চালায় যৌথ বাহিনী ও ফোটোকল শহরতলির নিয়ন্ত্রণ নেয়। এদিকে সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে বহু বাসিন্দা পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। সম্প্রতি আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে নেয়া সিদ্ধান্তে বলা হয়েছিল, বোকো হারামের বিরুদ্ধে লড়তে সাড়ে ৭ হাজার সেনা সদস্যের একটি বহুজাতিক বাহিনী গড়ে তোলা হবে। ওই সিদ্ধান্তের কিছুদিন পরই এ হামলার ঘটনা ঘটলো।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025