মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪

ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে

ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা বাংলাদেশে

প্রযুক্তি আকাশ ডেস্ক: আর এক মাস পরেই ফেসবুক ব্যবহার করতে কোনো ইন্টারনেট বিল গুণতে হবে না। এই সুযোগ নিয়ে আসছে ফেসবুক স্বয়ং। ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এই সেবা দিতে যাচ্ছে। এপ্রিলের ২১ তারিখ থেকে বাংলাদেশে চালু হবে এই সেবা। নিখরচার এই ইন্টারনেট ব্যবহার করে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। ব্যবহার করা যাবে ব্রাউজিং অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার- দুটিই।

২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে ইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস কক্স। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে

আরও উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালক আঁখি দাস। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ। চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025