শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিশরের উৎখাতকৃত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদ- দিয়েছে দেশটির একটি আদালত। ২০১১ সালে কারাগার ভেঙ্গে বের হবার ঘটনায় মুরসি সহ মুসলিম ব্রাদারহুডের ১০৬ জনকে মৃত্যুদ- দিয়েছে ওই আদালত। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাইয়ে সামরিক বাহিনীর এক অভ্যুত্থাণে উৎখাত হন মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি। সে সময় তার কিছু নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় কায়রোতে। এক পর্যায়ে সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন মুরসি। কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ২০১২ সালে কিছু প্রতিবাদকারীর মৃত্যুর ঘটনায় গত এপ্রিলে ২০ বছরের সাজা পেয়েছিলেন মুরসি। এবার পেলেন মৃত্যুদ-।