শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটিতে বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার সরকারের এক মুখাপাত্র জানিয়েছেন, অনেকে নৌকায় করে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছে। এ কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মুখপাত্র হাতেম উরাইবি নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। গত বছর রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ হারানোর পর থেকে এ সরকারের কেন্দ্র এখন দেশের পূর্বে। বার্তা সংস্থা রয়টার্সকে উরাইবি বলেন, বাংলাদেশিরা লিবিয়ার প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে আসে।
কিন্তু এরপর ইউরোপে অবৈধ অভিবাসনের উদ্দেশে রওনা দেয়। এ সিদ্ধান্ত অবৈধ অভিবসানের বিরুদ্ধে লড়াইয়ে সরকারী প্রচেষ্টার অংশ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিস্তারিত কোন তথ্য তিনি দেননি।