শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি সামরিক পরিবহন বিমান সুমাত্রার উত্তরাঞ্চলীয় মদান শহরের একটি হোটেল ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ৩০ জন নিহত হয়েছেন। বিমানটি মেদান থেকে প্রত্যন্ত নাটুনা দ্বীপে যাচ্ছিল। মঙ্গলবার মেদানের বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা বাসার্নাসের মুখপাত্র হিসার তুর্নিপ বলেন, শেষ যে তথ্য পেয়েছি তাতে ৩০ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ সংখ্যা আরো বাড়তে পারে। সামরিক মুখপাত্র ফুয়াদ বাসিয়া জানান, সি-১৩০ হার্কিউলিস বিমানটিতে পাইলটসহ ১২ জন আরোহী ছিলেন।
এদের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় টেলিভিশনের ফুটেজে একটি আবাসিক এলাকায়র ঘরবাড়িতে ও কয়েকটি হোটেলে আগুন জ্বলতে ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বিধ্বস্ত হওয়ার আগে পাইলট কারিগরি সমস্যার কথা জানিয়ে ফিরে আসতে চেয়েছিল বলে স্থানীয় গণমাধমের খবরগুলোতে বলা হয়েছে।