নিউজ ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির এম এ মোমেনের জন্য নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে। যে অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে, তার দাম সোয়া ৩ লাখ ডলার নয়, ৩২ লাখ ৫০ হাজার ডলার। গত ১৭ জুন বাংলাদেশ মিশনের প্রেস সেক্রেটারি মামুন-অর রশিদের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন হাজার তিনশ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টের দাম সাড়ে ৩২ লাখ ডলার বলে জানান। বার্তা সংস্থা বাসসের মাধ্যমে বাংলাদেশের গণ্যমাধ্যমেও ওই তথ্য আসে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি দাবি করেন, ওই অ্যাপার্টমেন্ট কেনায় এখন থেকে প্রতি বছর সরকারের প্রায় এক কোটি টাকা সাশ্রয় হবে। এর আগে বাংলাদেশ মিশনের জন্যে আরেকটি অ্যাপার্টমেন্ট কেনায় প্রতি মাসে সরকারের সাশ্রয় হচ্ছে ২৭ লাখ টাকা করে। অ্যাপার্টমেন্টের চাবি বুঝে নিয়েছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন।
বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত কোনো সংশোধনী না দিলেও আব্দুল মোমেন নিউ ইয়র্কে ফিরে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছে ৩ মিলিয়ন ২ লাখ ৫০ হাজার ডলারে। ম্যানহাটানের ফার্স্ট এভিনিউ ও ৩৭ স্ট্রিটে স্থায়ী প্রতিনিধির এই অ্যাপার্টমেন্ট থেকে জাতিসংঘ সদর দপ্তরের দূরত্ব আধা মাইলেরও কম। ১২ জুলাই ওই অ্যাপার্টমেন্টে ইফতার মাহফিল হবে। সে সময় মিডিয়াকে সবকিছু জানানো হবে বলেন তিনি।
Leave a Reply