শীর্ষবিন্দু নিউজ: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানো বহুল আলোচিত মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলমও ৩১১৯ ভোট পেয়েছেন। ৩৯২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিস গাজীপুরের অস্থায়ী কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়াম থেকে এ তথ্য পাওয়া গেছে। তিনি আনারস প্রতীকে নির্বাচন করার কথা ছিল। সে অনুসারে প্রতীকও বরাদ্দ হয়েছিল। ব্যালট পেপারে প্রতীক থাকলেও নির্বাচনে থাকতে পারেন নি তিনি। দলীয় সিদ্ধান্তের কারণে আজমত উল্লা খানের দোয়াত কলমের পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি।
Leave a Reply