শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:০৫

নওয়াজের শূন্য আসনে প্রার্থী হলেন স্ত্রী কুলসুম

নওয়াজের শূন্য আসনে প্রার্থী হলেন স্ত্রী কুলসুম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তার স্ত্রী কুলসুম নওয়াজপাকিস্তান মুসলিম লীগের (এন) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শুক্রবার ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে এনএ-১২০ আসনে প্রার্থী হলেন নওয়াজপত্নী। অন্যদিকে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইর পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন ড. ইয়াসমিন রশিদ। ডন নিউজের খবর থেকে এসব কথা জানা গেছে।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। শুক্রবার লাহোরের নির্বাচনী কার্যালয়ে কুলসুমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের নেতা আসিফ কিরমানি এবং ক্যাপ্টেন সফদার।

এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল। পরে শাহবাজ নিজেই জানান, বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024