বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন মোনালিসা। নাটক বা টেলিফিল্ম কোথাও নেই মোনালিসা। শুধু তাই নয়। মিডিয়ার কারো সাথেই কোন যোগাযোগ নেই। তার মোবাইল ফোনও বন্ধ। তাহলে কি মিডিয়াকে পুরোপুরি বাই-বাই জানাতে যাচ্ছেন গুনী এই অভিনেত্রী।
যদিও বিয়ের সময় মিডিয়াকে তিনি বলেছিলেন, বিয়ে তার অভিনয় জীবনে কোন প্রভাব ফেলবে না। তবে সে কথা মিথ্যে প্রমান করে মোনালিসা এখন ব্যস্ত ঘর-সংসার নিয়ে। তার ঘনিষ্টজনদের দাবি তাকে আর অভিনয় বা মডেলিং কোথায় নাও দেখা যেতে পারে।
মোনালিসার এক ঘনিষ্ঠজন অনকেরে সাথে আলাপকালে জানা যায়, মোনালিসা নতুন সংসার নিয়েই ব্যস্ত বেশি এখন।সংসার গোছানো শেষ হলে হয়তো আবার ফিরবেন অভিনয় জগতে আবার কেউ কেউ বলছেন, স্বামী যদি না চান তাহলে আর ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে।
Leave a Reply