মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৮

প্রেসিডেন্ট নির্বাচন করবেন না হিলারি

প্রেসিডেন্ট নির্বাচন করবেন না হিলারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ কথা জানিয়েছেন তার সাবেক প্রচারণা বিষয়ক ম্যানেজর জন পোডেস্টা।

তিনি সিএনএন টেলিভিশনকে বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এই ডেমোক্রেট, যদিও এ নিয়ে বেশ কিছু দিন ধরে প্রচারণা আছে। এ সপ্তাহের শুরুর দিকে বলা হচ্ছিল, নতুন নির্বাচনের বিষয়ে বিবেচনা করছেন হিলারি ক্লিনটন। তবে এসব রিপোর্টের পক্ষে দাঁড়ান নি জন পোডেস্টা।

তিনি বলেন, দেখুন আমি হিলারিকে ভালবাসি। তিনি প্রেসিডেন্ট হোন এটা আমি চাই। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিনি ৩০ লাখ ভোট বেশি পেয়েছেন।

তিনি প্রেসিডেন্ট হলে হতেন গ্রেট। তবে তিনি বলেছেন, এবার প্রেসিডেন্ট নির্বাচন করবেন না। আমার মনে হয়, এ নিয়ে মিডিয়ায় যেসব রিপোর্ট এসেছে তা বানোয়াট। আমাদের এখন অনেক ভাল ভাল প্রার্থ আছে। ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, তিন বছর আগে ট্রাম্পের কাছে ৩০৬-২৩২ ইলেক্টরাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন হিলারি। তবে তিনি পপুলার ভোট বেশি পেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024