মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৭

বউ পেটানো সেই অফিস সহকারীকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

বউ পেটানো সেই অফিস সহকারীকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অফিস সহকারী দেলোয়ার হোসেনকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।

দেলোয়ার হোসেনকে আগামী রোববারের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ বলেন, দেলোয়ার দুই বছর আগে দূতাবাসে যোগ দিয়েছিলেন। এখন তাকে আগামী রোববারের মধ্যে ঢাকায় ফিরে যেতে হবে।

তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ঢাকায় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলেন এবং তাকে স্ত্রীসহ ফেরত যেতে বলেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে দেলোয়ারের বিরুদ্ধে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাসও একটি তদন্ত কমিটি গঠন করে এবং অভিযোগের সত্যতা খুঁজে পায়।

পরে নিজেদেরকে রক্ষা করার জন্য স্বামী-স্ত্রী দুজনেই বিরোধ মিটিয়ে ফেলেছে বলে মুচলেকা দিলেও যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে সে দেশে থাকতে দিতে রাজি হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024