শীর্ষবিন্দু নিউজ, ওয়াশিংটন ডিসি: ব্রিটিশ রাজপুত্র হ্যারি‘কে এই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে অপরাহ উইনফ্রে শোর আসতে যাওয়া নতুন পর্বের একটি খণ্ডিত ভিডিওতে। যুক্তরাষ্ট্রে ৭ মার্চ এই সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। এ খবর দিয়েছে বিবিসি, ডেইলি মেইল।
৩ দশক আগে রাজপরিবার থেকে মায়ের বিচ্ছিন্ন হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, তিনি কতটা একাকী ছিলেন, হ্যারি তা কল্পনাও করতে পারেন না। তবে সিবিএস এর এই প্রাইমটাইম স্পেশালটি যুক্তরাজ্যে কবে সম্প্রচারিত হবে তা জানা যায়নি। এই ৩০ সেকেন্ডের ক্লিপে ডাচেস অব সাসেক্স মেগান মর্কেলকে কথা বলতে দেখা যায়নি। ক্লিপটি উন্মুক্ত করে টেলিভিশন কর্তৃপক্ষই।
ধারণা করা হচ্ছে, পুরো সাক্ষাৎকারে হ্যারি রাজপরিবার সম্পর্কে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। এক পর্যায়ে হ্যারি উনফ্রেকে বলেন, আমি এখানে বসে কথা বলতে পারছি, এটা ভেবেই হালকা লাগে। পাশে আমার স্ত্রী বসে থাকতে পারছে, তা আনন্দের।
উল্রেখ্য, ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তালাকের সময় নিজের রাজকীয় খেতাব ত্যাগ করেন প্রিন্সেস ডায়না। একই বছর প্যারিসে এক সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি।