বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৩৮

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিপাইনে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন হাইয়ানে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বরে আশঙ্কা করছে কতৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার সকালে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার শক্তির ঝড়োহাওয়া নিয়ে এই দ্বীপরাষ্ট্রে আঘাত হানে ভয়াবহ এ ঝড়। দ্বীপপুঞ্জের পুব থেকে পশ্চিমে যাওয়ার পথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় হাইয়ান। এ সময় ৪৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় উপকূলীয় এলাকা। ভারী বৃষ্টিতে ভূমিধসও ঘটে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত গাড়ি একটার উপর আরেকটা পড়ে আছে। মোবাইল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রমের জন্য কর্মকর্তাদের শুধু  রেডিওর ওপর নির্ভর করতে হচ্ছে।

সেবুর বাসিন্দা লিনলিন গোলফান একটি টেলিভিশনকে বলেন,  আমি কখনো ভাবিনি যে, ঝড়ো হাওয়া এতো শক্তিশালী হবে যাতে আমার ঘর ভেঙে পড়বে।

লেইটি প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান এলমার সোরিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, টাইফুনের আঘাতে কেবল পূর্বাঞ্চলেই অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছেন তারা। প্রলয়ঙ্করী এ টাইফুনে ঘরছাড়া হয়েছে কয়েক লাখ লোক। বিস্তির্ণ এলাকা ঢেকে গেছে জলোচ্ছ্বাসের সঙ্গে উঠে আসা কাদা আর আবর্জনার নিচে।

ফিলিপাইন রেড ক্রসের সেক্রেটারি জেনারেল গেনডোলিন প্যাং জানান, ট্যাকলোবানে এক হাজারের বেশি মানুষের মৃতদেহ পানিতে ভাসতে দেখা গেছে। মৃতদেহগুলো তীরে এনে গণনা শেষ হলে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র মেজর রে ব্যালিডো বলেন, ঝড়ের পর ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে এখনো ফেরি ও বিমান চলাচল শুরু না হওয়ায় উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আসছে না।

গত বছর মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে টাইফুন ভোপায় এক হাজার একশ’ মানুষ নিহত হওয়ার পাশাপাশি প্রায় একশ’ কোটি ডলারের ক্ষতি হয়। ৫ মাত্রার ‘সুপার টাইফুন’ হাইয়ান দুর্বল হয়ে শনিবার ৪ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। অবশ্য দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামে আঘাত হানার পথে এটা আবারো শক্তি সঞ্চয় করতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024