উঠোনের ঘাস পরিষ্কার না করায় ক্যান্সারে আক্রান্ত ৭২ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি বোরহান চৌধুরীরকে ভর্ৎসনা করার পর তীব্র সমালোচনার মুখে তার কাছে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের মিশিগানের জেলা জজ আলেক্সিজ জি ক্রোট। ওয়াশিংটন পোস্ট।
মিশিগানের হ্যামট্রাম্যাকের বাসিন্দা বোরহান চৌধুরীর বাড়ির উঠোনের ঘাস বড় হয়ে জঙ্গলের চেহারা পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রতিবেশীরা। এ বিষয়ে ভার্চুয়াল শুনানিতে বিচারক ক্রোট বলেছিলেন, আগাছা পরিষ্কার করতে না পারার জন্যে বোরহান চৌধুরীর লজ্জিত হওয়া উচিত।
বোরহান চৌধুরী ঘাস কাটতে না পারার কারণ হিসেবে তার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন কিন্তু বিচারক তার কথা আমলে না নিয়ে বলেন, জেল দেওয়ার সুযোগ থাকলে আমি আপনাকে তাই দিতাম।
বিচারকের ওই মন্তব্য নিয়ে ১২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রতিবেদন প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হয়। দুই লাখের বেশি আমেরিকান ওই বিচারকের অপসারণ দাবি করেন।
Leave a Reply