রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২২

আরবি বর্ষপঞ্জি ও ইসলামি হিজরি সনের চতুর্থ মাস ‘রবিউস সানি’

আরবি বর্ষপঞ্জি ও ইসলামি হিজরি সনের চতুর্থ মাস ‘রবিউস সানি’

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় আরবি বর্ষপঞ্জি ও ইসলামি হিজরি সনের চতুর্থ মাস ‘রবিউস সানি’।

শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

আরবি বর্ষপঞ্জি ও ইসলামি হিজরি সনের চতুর্থ মাস ‘রবিউস সানি’, একে ‘রবিউল আখির’ও বলা হয়। এটি ‘রবিউল আউয়াল’ মাসের জোড়া মাস।

‘রবি’ অর্থ বসন্ত, ‘আউয়াল’ অর্থ প্রথম, ‘সানি’ অর্থ দ্বিতীয়, ‘আখির’ অর্থ শেষ বা অন্য। ‘রবিউস সানি’ অর্থ হলো বসন্তকালের দ্বিতীয় মাস বা অন্য বসন্ত।

মহানবী (সা.)-এর দুনিয়াতে আগমনের মাস, হিজরতের মাস ও তিরোধানের মাস রবিউল আউয়ালের জোড়া মাস হিসেবে রবিউস সানি মাসও বেশ তাৎপর্যময়।

জাওয়াহেরে গায়েবী কিতাবে আছে, এ মাসের প্রথম তারিখের রাত্রে চার রাকাত নফল নামায আদায় করলে ৯০ (নব্বই) হাজার বছরের ছাওয়াব পাওয়া যায় ও ৯০ (নব্বই) হাজার বছরের গুনাহ মাফ হয়।

নিয়ম: প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে সূরা ইখলাছ পড়তে হয়।

২য় আমল: রবিউসসানী মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে গোসল করে একটি নিরিবিলি কক্ষে লোবান ও আগরবাতি জ্বালিয়ে সুঘ্রাণ করে নতুন বা উত্তম পোশাক পরিধান করে ৪১ (একচল্লিশ) বার এই দোয়া পড়বে।

১. উচ্চারণ: ইয়া হান্নানু আতাল্লাযী ওয়াসা’তা কুল্লা শাইয়্যির রাহমাতাওঁ ওয়া ই’লমান ইয়া হান্নানু। তার পর সূরা মুযযাম্মিল একবার পড়ে পুনরায় ৪১ (একচল্লিশ) বার প্রথম দোয়া পড়বে। তারপর একবার সুরা মুযযাম্মিল পড়ে দ্বিতীয় দোয়াটি ৪১ (একচল্লিশ) বার পড়বে।

২. উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসয়ালুকা আন তাসখারালী খুদ্দামা হাযিহিশ শুরাতিশ শারীফাতি বিহাক্বক্বি লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে আছে যারা এ আমল করবে তাদের মনের বাসনা ও কামনা আল্লাহ পুরা করে দিবেন। ইহ-পরলৌকিক সাফল্য হাছিল হবে।

৩য় আমল: বিভিন্ন কিতাব ও ফাজায়েলে শুহুর কিতাবে আছে এ মাসের ১৫ (পনের) তারিখ ও শেষ তারিখে মাগরিবের পর ও ইশার নামাযের আগে দুই দুই রাকাত করে চার রাকাত নামায পড়লে অনেক নেকী হাছিল হয়।

৪র্থ আমল: এক বর্ণনায় আছে, এ মাসের শেষ রাত্রে দুই রাকাত নামায আদায় করলে আমলকারীর জন্য আল্লাহ কবর আজাব মাফ করে দিবেন ও আমলকারী দুনিয়াতে সুখ-শান্তিতে থাকবে।

৫ম আমল: এক রেওয়ায়েতে আছে, এ মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন দুই রাকাতের নিয়তে চার রাকাত নামায আদায় করলে ও নিম্নের দুরূদ শরীফ পড়লে আমলকারীর শত্রু দমন হয় ও ধন-সম্পদ বৃদ্ধি পায়।

নিয়ম: প্রতি রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাছ ১১ (এগার) বার পড়বে। এ দুরূদ ১০০০ (এক হাজার) বার পড়বে।

উচ্চারণ: আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যিছছা-দিক্বিল আমীনি ওয়া আ’লা আলিহী ওয়া আসহাবিহী ওয়া রাবিক ওয়া সাল্লিম।

সৎ নিয়তে বা ভালো উদ্দেশ্যেও দীনে নতুন কিছু প্রবর্তন করা হারাম। যে ব্যক্তি তা করবে, সে আমলের দায় তাকেই বহন করতে হবে।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ (স.)-এর আদর্শ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো, (দীনের মধ্যে) নব-উদ্ভাবিত বিষয়।

(দ্বীনের মধ্যে) নব-উদ্ভাবিত সবকিছুই বিদআত। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।’ (মুসলিম: ১৫৩৫; নাসায়ি: ১৫৬০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শুধুমাত্র সুন্নাহ সমর্থিত আমলগুলো করার তাওফিক দান করুন। শরিয়তের অনুমোদন নেই এমন আমল থেকে দূরে রাখুন। আমিন!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024