শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:০০

ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক সম্পন্ন

ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক সম্পন্ন

ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স (মেয়র স্পিকারদের অ্যালায়েন্স)-এর অভিষেক অনুষ্ঠান ২২ মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফিল্ডগেট স্ট্রিটে একটি হলরুমে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালায়েন্সের চেয়ারপারসন ও ব্রেন্ট কাউন্সিলের প্রাক্তন মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন স্পিকার কাউন্সিলর এম আয়াছ মিয়া।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সফিকুল হক, দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যথাক্রমে বিবিএফসিএ-এর ভাইস চেয়ারম্যান এম আহবাব হোসেন, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার, সংঠনের ট্রেজারার ও টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার খালেছ উদ্দিন আহমেদ, সহকারী ট্রেজারার কাউন্সিলর সাবিনা আখতার, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর ফারুক চৌধুরী, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের প্রাক্তন মেয়র, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির, ক্রয়ডনের প্রাক্তন মেয়র ও প্রেস ও প্রচার সম্পাদক কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ক্রয়ডনের প্রাক্তন মেয়র ও নির্বাহী সদস্য আব্দুল আসাদ, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র সইফুল আলম, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র সেলিম উল্লাহ, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র আব্দুল মুকিত চুনু এমবিই, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার মতিন উজ জামান, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র কাউন্সিলর শফি আহমেদ, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার।

টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র গোলাম মর্তুজা, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন মেয়র শফিকুল হক, ক্যামডেনের প্রাক্তন মেয়র নুরুল ইসলাম পুতুল, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার মিজান চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার রাজিব আহমেদ, এম মুজিবুর রহমান, করবি কাউন্সিলের প্রাক্তন মেয়র, কাউন্সিলর জিলানী চৌধুরী, ইসলিংটন কাউন্সিলের প্রাক্তন মেয়র, কাউন্সিলর জাহাঙ্গীর হক, মোলভ্যালি কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান, এম জুলহাস উদ্দিন, সাউথবোরো টাউনের প্রাক্তন মেয়র, কাউন্সিলর রুফিয়া আশরাফ, নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের প্রাক্তন মেয়র, কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী, ওয়ার্থিং বরো কাউন্সিলের প্রাক্তন মেয়র, কাউন্সিলর আব্দুল আমিন, সুইন্ডনের প্রাক্তন মেয়র, কাউন্সিলর জাহেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, টাওয়ার হ্যামলেটসের প্রাক্তন স্পিকার, কাউন্সিলর সুলুক আহমেদ, বর্তমান স্পিকার টাওয়ার হ্যামলেটস, কাউন্সিলর আতিকুল হক, স্যালিসবারির প্রাক্তন মেয়র, কাউন্সিলর মোঃ আলী আকবর, কেম্পস্টোন টাউন, বেডফোর্ডের মেয়র, কাউন্সিলর আহমেদ মাহবুব, হ্যারিঞ্জের বর্তমান মেয়র, মৌমিতা জিনাত কনসুলার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন, ডঃ শাহানুর খান (BBCCI), ডঃ জাকির খান, আহমেদ উস সামাদ (Channel S), মাহমুদ হাসান এমবিই (Apasen), অলি খান এমবিই, (BCA) এম এ মুনিম ওবিই, (BBCCI ), বশির আহমেদ বি ই এম, (BBCCI) রফিক হায়দর (BBCCI), আরজু মিয়া এমবিই, ফারুক মিয়া এমবিই, (educationalist), উমেশ দেশাই (GLA Member), হেলাল উদ্দিন আব্বাস (সাবেক লিডার, টাওয়ার হামলেটস) কাউন্সিলর সিরাজুল ইসলাম, সলিসিটর লুৎফুর রহমান, নাহাস পাশা (সাবেক প্রেসিডেন্ট  লন্ডন বাংলা প্রেস ক্লাব) সাইদুর রহমান রেনু, শাহাব উদ্দিন (B B Cancer Hospital), নুরুল ইসলাম (Bangladesh welfare), দেলোয়ার হোসেন (বাংলাদেশ সেন্টার), ডঃ সৈয়দ মাশুক আহমেদ, মামুন রশিদ, হেলাল উদ্দিন, সাদ চৌধুরী, তারেক খান, আব্দুল বারী (প্রবাসী কল্যাণ), মুসতাক বাবুল, আজিজ চৌধুরী (Spitalfields Small Business Association), পারভেজ কুরেশী বি ই এম (Bricklane Muslim Funural service), সুবহান আলী বারী (সাবেক চেয়ারম্যান বাইতুল আমান মসজিদ), নেছার আলী লিলু (ক্রয়ডন বাংলাদেশি অ্যাসোসিয়েশন), মোঃ ইসবাহ উদ্দিন (গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট), নুরুল ইসলাম (উদিচী শিল্পী গুষ্টি), শজিদুর রহমান (ইউকে বাংলা রিপোর্টার ইউনিট), আশিকুর রহমান (বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ), আব্দুল বাসির (গুলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট), অধ্যাপক মিসবা কামাল (শিক্ষক সমিতি), আইনজীবী মনির হুসাইন, শাহ শেরওয়ান কামালী (সিলেট প্রবাসী উপশহর এসোসিয়েশন) মোঃ আঙ্গুর আলী, (জগন্নাথপুর ব্রটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট), শাহান চৌধুরী (টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশন), জাগলুল খান, রেদওয়ান হোসেন, এম হায়দর, শাহজাহান শিকদার, নাজমা হুসেন, হামিদা ইদ্রিস, সাবেক কাউন্সিলর লুৎফা বেগম, শাহেদা রহমান, স্মৃতি আজাদ, আশরাফুল হাসান, মোহাম্মদ আলী রিংকু, নাসির উদ্দিন, সুহেল খান, আব্দুর রাজ্জাক, কাজল মিয়া, সুফি সুহেল (গোয়াইনঘাট সমিতি), আবুল কালাম আজাদ ছোটন, মিসবা মাসুম, জাহাঙ্গীর হোসেন, তুফায়েল আলম, মোহি মিকদাদ, ফারহান মাসুদ খান, খালেদ মাসুদ রনি, রেজাউল করিম মৃধা, ফজলুল হক, মিসবা চৌধুরী, সুহাজ আহমেদ, সাব্বির করিম, শাহেদ উদদীন, শাহেদ রহমান, আশিক রহমান, দিলাওর হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025