বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৬

খোলামেলা ছবি হেট ষ্টোরি ২

খোলামেলা ছবি হেট ষ্টোরি ২

/ ১৮১
প্রকাশ কাল: শুক্রবার, ১ মার্চ, ২০১৩

 

সিনেমাপ্রেমীদের মন থেকে ‘হেট ষ্টোরি’র ঝাক্কাস কাটতে না কাটতেই এবার পর্দায় আসছে এর সিক্যুয়াল। তবে বিশাল পান্ডে পরিচালিত সিনেমাটিতে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। প্রথম ছবিতে পাওলী দাম খোলামেলা দৃশ্য অভিনয় করে আলোচনায় আসলেও এবার তার তাকে পাচ্ছেন না দর্শকরা। এ ছবিতে তার পরিবর্তনে প্রধান চরিত্রে অভিনয় করবেন সারভিন চাওলা। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিং।

আর এর কাহিনী গড়ে উঠেছে মূলত মুম্বইয়ের নোংরা রাজনীতি নিয়ে। এর মধ্যে একজন নারী নিজেকে ব্যবহার করে কি কি আদায় করতে পারে তা-ই ছবির মাধ্যমে তুলে ধরা হবে। সারভিন চাওলা এ ছবিতে বেশ কিছু নগ্নদৃশ্যে ক্যামেরাবন্দি হতে যাচ্ছেন। পাশাপাশি রগরগে দৃশ্যও থাকবে। ধারণা করা হচ্ছে এ ছবির পোস্টার প্রকাশ করার পর পাওলির মতোই আলোচনায় চলে আসবেন সারভিন চাওলা। সারভিন ইতিমধ্যে বেশ কিছু পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন।

গত বছর বলিউডে ‘হেট স্টোরি’ ছবির মাধ্যমে তুমুল আলোচনায় আসেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম। এটি ছিল তার অভিনীত প্রথম বলিউড ছবি। বিক্রম ভাট প্রযোজিত এ ছবিতে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়ে সারাবিশ্বে মিডিয়ার সংবাদে পরিণত হন পাওলি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023