রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৩

বৃটেনে বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪ জন

বৃটেনে বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪ জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের পূর্বাঞ্চলীয় নরফোক কাউন্টির বেকলস শহরতলির কাছে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৪ আরোহী প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের আত্মীয়-স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে নরফোক পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। নরদার্ন আয়ারল্যান্ডের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনে পুলিশকে খবর দেন। হেলিকপ্টারযোগে পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল শনাক্ত করেন ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। চূড়ান্ত পর্যায়ের তদন্ত পরিচালনায় সেখানে এয়ার ইনভেস্টিগেশন ব্র্যাঞ্চের পৌঁছানোর কথা। ৪ আরোহীই ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন তারা।নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন নরফোক পুলিশের ইনসপেক্টর লুইস প্রোভার্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025